শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কর্মসূচি’।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘দয়াবান লোকদের পরম করুণাময় আল্লাহও দয়া করেন। তোমরা জমিনবাসীর প্রতি সদয় হও, আসমানবাসী তোমাদের প্রতি সদয় হবেন।’ (সুনান আবু দাউদ: হাদীস-৪৯৪১; সুনান তিরমিযী, হাদীস-১৯২৪)
আস সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী এ যাবৎ ৩০ হাজার ৯০৫টি শীতবস্ত্র বিতরণ করেছে। প্রতিটি স্পটে শীতবস্ত্র বিতরণের সময় বিশেষজ্ঞ আলেমে দীন ও দা‘য়ীদের মাধ্যমে ঈমান-আকীদা, সালাত-সিয়ামের গুরুত্ব, নীতি-নৈতিকতা ও সততার অপরিহার্যতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ক্ষেত্রবিশেষ দাওয়াতি বই ও লিফলেট বিতরণ করা হয়।