শীতার্ত তহবিল
শীতার্ত তহবিল
শীত আমাদের অনেকের কাছে উপভোগের বিষয় হলেও এই শীত অনেকের জীবনে আতঙ্কের নাম। দেশের দারিদ্র্যপীড়িত শীতার্ত জনগোষ্ঠীর কাছে শীতের পোশাক পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন অন্যান্য বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। মাত্র ৮০০ টাকা দান করে শীতবস্ত্রের একটি প্যাকেজের (কম্বল+চাদর+শীতের টুপি) দাতা হয়ে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন আপনিও।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন এ যাবৎ ৮২ হাজার ৯০৫ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বিকাশ/নগদ মার্চেন্ট: 01958-277609
(পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে)
দান করুন