নবী মুহাম্মদ (সা.) বলেছেন: "কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দান।" (তিরমিজি)
টিআরবিডি ফাউন্ডেশনের সদস্য হয়ে আমাদের দাতব্য কার্যক্রমে অংশ নিন, যার মধ্যে জরুরী সাদকাহ জারিয়াহতহবিলও অন্তর্ভুক্ত। একজন সদস্য হিসেবে, আপনি দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন পুনর্গঠনে সাহায্য করতে পারেন।
টিআরবিডি ফাউন্ডেশনের জরুরী সাদকাহ জারিয়াহ তহবিল ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলিকে তাত্ক্ষণিক সহায়তা প্রদানে নিবেদিত।
সাদকাহ জারিয়াহ তহবিল সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।
বিকাশ/নগদ মার্চেন্ট: 01912578965